ক্রীড়া প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার খয়রাতি পাড়া ফুটবল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত ‘আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর ৪র্থ ম্যাচে টাইপালং ক্রীড়া পরিষদ জয় জয়লাভ করেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় রাজাপালংয়ের খয়রাতি পাড়া খেলার মাঠে হিজলিয়া সেভেন স্টারের বিপক্ষে মাঠে নামে টাইপালং ক্রীড়া পরিষদ।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে টাইপালং ক্রীড়া পরিষদ ১-০ গোলে হিজলিয়া সেভেন স্টারকে হারিয়েছে।
দর্শনীয় গোলটি করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাইপালং ক্রীড়া পরিষদের ফাহাদ আলম। ম্যাচ পরিচালনা করেন হেলাল, আরফাত ও তোফায়েল।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) একই মাঠে বিকাল ৩ টায় রত্নাপালং ইয়ং স্টার ক্লাবে বিপক্ষে মাঠে নামবে পাতাবাড়ী শৈলেরডেবা একতা সংঘ।
টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে আপনার প্রিয় জনপ্রিয় অনলাইন পত্রিকা রাইজিং কক্স।
প্রতি ম্যাচের ফলাফল জানতে https://www.facebook.com/risingcox লিংকটিতে ক্লিক করে রাইজিং কক্সের অফিসিয়াল ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।