অনলাইন ডেস্ক : ৪০-তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অপেক্ষার পালা শেষ হলো পরীক্ষার্থীদের।
বুধবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ফল প্রকাশ করেছে। এ দফায় পাশ করেছেন ১০ হাজার ৯৬৪ জন। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে তাদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।
প্রায় এক বছর পর এই ফলাফল প্রকাশ করল পিএসসি। জানা গেছে, একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করার পর তার মূল্যায়ন সঠিক হয়েছে কি না, সেটি যাচাইয়ের জন্য ওই খাতা দ্বিতীয় ধাপে একজন নিরীক্ষক পুনরায় পরীক্ষা করেন। পুনর্নিরীক্ষণ করার সময় নিরীক্ষক দেখেন, যেখানে যেমন নম্বর দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়েছে কি না আবার নম্বর যোগ করতে কোথাও ভুল হয়েছে কি না। তৃতীয় পরীক্ষকের থেকে মূল্যায়ণপত্র আসতে দেরি হওয়ায় ফল চূড়ান্ত করতে সময় লেগেছে।
৪০-তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০-তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
জানা গেছে, ৪০-তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।