নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ এর সম্ভাব্য সদস্য এবং দানশীল ব্যক্তিদের প্রদানকৃত করোনা দূর্যোগে সহায়তা তহবিলে এ পর্যন্ত মোট ৪৯,১০০টাকা জমা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী’র সাথে সমন্বয় করে উখিয়া’র হোটেল শ্রমিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ ‘www.facebook.com/upcbd
মানবিক এ কর্মসূচীতে সহযোগিতার হাত বাড়িয়েছেন যারা (চলমান প্রক্রিয়া):-
১। এম. ফেরদৌস ওয়াহিদ, দৈনিক সকালের সময়/ডেইলি কক্স— ২০০০/-
২। আরফাত চৌধুরী, উখিয়া প্রতিনিধি, দৈনিক আমাদের কণ্ঠ—–১৫৩০/-
৩। শফিক আজাদ, দৈনিক যুগান্তর/ডেইলি কক্স——————– ১০২০/-
৪। পলাশ বড়ুয়া, দৈনিক আমাদের সময়/csb24.com ———- ১০২০/-
৫। এম. সালাহ উদ্দিন আকাশ, সম্পাদক, রাইজিং কক্স———— ১০২০/-
৬। মুবিনুল হক রাহাত, সম্পাদক, উখিয়া সময়,—————– ১০০০/-
৭। আলাউদ্দিন সিকদার, পালংখালী, পার্বত্য নিউজ————– ১০২০/-
৮। এম. কলিম উল্লাহ, জেলা প্রতিনিধি, ওলামাকন্ঠ———— ১০০০/-
৯। অধ্যাপক আকতার চৌধুরী, সম্পাদক, কক্সবাজার নিউজ– ২০০০/-
১০। হেলাল উদ্দিন, সম্পাদক, কক্স বিডি নিউজ—————– ৫০০০/-
১১। রফিক মাহমুদ, দৈনিক দেশ-বিদেশ/csb24.com——— ১০২০/-
১২। এইচ.কে রফিক মাহমুদ, উখিয়া নিউজ টুডে————– ১০০০/-
১৩। জসিম আজাদ, ডিবিডি নিউজ————————— ১০০০/-
১৪। আব্দুল্লাহ হিরো, সঙ্গীতশিল্পী, উখিয়া———————– ৫১০/-
১৫। শহীদুল ইসলাম, দেশ রূপান্তর/কক্সবাজার টু ডে——– ১০০০/-
১৬। মাহবুল আলম মিনার, কক্সবাজার একাত্তর————–৪০০/-
১৭। রিদুয়ানুল হক, বাংলা পত্রিকা—————————- ৫০০/-
১৮। মো: ইমরান, বিবিসি নিউজ বিডি২৪—————— ১০০০/-
১৯। তোফাইল মিয়া, বিবিসি নিউজ বিডি২৪——————১০০০/-
২০। এড. আজাদ, আজাদ এন্টারপ্রাইজ, উখিয়া।————–১০০০/-
২১। এমএইচ মাহমুদ, সংবাদদাতা, রাইজিং কক্স————- ৫০০/-
২২। মো: হেলাল উদ্দিন, ডেইলি কক্স নিউজ—————— ১০২০/-
২৩। নাসিমা আকতার, স্বামী: শহীদুল ইসলাম, উখিয়া——- ২০০০/-
২৪। আবদুল হাকিম, মাতৃজগত———————————৫০০/-
২৫। ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ———————-১৫০০/-
২৬। রিদুয়ানুর রহমান, কক্সবাজার টুডে————————১০২০/-
২৭। আরিফ সিকদার বাপ্পী, উখিয়া নিউজ টুডে—————–১০০০/-
২৮। তানবির শাহরিয়ার, উখিয়া নিউজ টুডে——————-১০০০/-
২৯। শামীমুল ইসলাম, উখিয়া নিউজ টুডে———————–১০০০/-
৩০। আমিমুল এহসান মানিক, প্রধান শিক্ষক, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়— ২০০০/-
৩১। এড. শাহ আমিন, জালিয়াপালং————————— ১০০০/-
৩২। আজিজুল হক রানা, চট্টলা বাংলা————————— ৫১০/-
৩৩। মো: করিম, করিম টেলিকম, উখিয়া।———————-৪৪০/-
৩৪। শ.ম গফুর, চট্টলা বাংলা———————————- ১০০০/-
৩৫। প্রেমা, এনজিও কর্মকর্তা, স্কাচ————————— ৫০০০/-
৩৬। নুরুল বশর, উখিয়া———————————— ১০০০/-
৩৭। মো: সালাউদ্দিন, ইউপি সদস্য, রাজাপালং————– ৩০০০/-
৩৮। অধ্যাপক বেলাল উদ্দিন, টেকনাফ সরকারি কলেজ—-১০০০/-
আপনিও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন।
অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আর্থিক সহযোগিতা বিকাশ করুন ০১৮১৭-৩৫০১৩৫ (পার্সোনাল)।
Leave a Reply