ক্রীড়া ডেস্ক, রাইজিং কক্স : করোনা মাহমারিকে রুখতে লড়াই করছে পুরো বিশ্ব। সে লড়াইয়ে এগিয়ে আসছেন ক্রীড়া তারকারা। দেশের অসহায় মানুষের সেবায় এগিয়ে এসেছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পাশে দাঁড়িয়েছে কর্মহীন মানুষের। এবার দেশের সবচেয়ে বড় তারকার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন দিচ্ছে করোনা ভাইরাস শনাক্তকারী কিট।
অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন. ‘আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে তারা টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে। আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’
Leave a Reply