নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে কক্সবাজার সদরের মোহাজের পাড়াকে লকডাউন করে দিয়েছে ‘বৃহত্তর মোহাজের পাড়া সমাজ কমিটি’।
আজ বিকালে সমিতির সদস্যদের উদ্যোগে এলাকাটি লকডাউন করা হয়েছে বলে রাইজিং কক্স ডটকম কে নিশ্চিত করেছেন বৃহত্তর মোহাজের পাড়া সমাজ কমিটির সভাপতি ও কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দীন সেতু।
সেতু বলেন, এলাকার বাহিরের কেউ যেন ঢুকতে না পারে এবং এলাকার ভেতর থেকে কেউ যেন বের হতে না পারে তার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এলাকার ভিতরে যেন কোন জনসমাগম না হয়, এবং এলাকার সকলকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার ৯ ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, সদস্য নরুল আলম আবু ওবায়েদ্দীন নাছের, মাহাফুজুর রহমান, জয়নাল আবেদিন, নুর মোহাম্মদ, সাগর, ফারুক প্রমূখ।
Leave a Reply