সংবাদ বিজ্ঞপ্তি : আজ পবিত্র শবে বরাতের দিনে কক্সবাজারে উখিয়ার রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসি মুখ ফাউন্ডেশন’এর পক্ষ থেকে খতমে কোরবন ও দোয়া মাহফিল করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নিজ স্থানে অবস্থান করে খতমে কোরআনে অংশগ্রহন করেন উক্ত সংগঠনের ১১ জন সদস্য। তাঁরা হলেন, হাফেজ নুর হোসাইন, মো: সাইফুল ইসলাম,মো: খাইরুল হক, হা: মো: শামসুদ্দিন, মো: ইউনুস, অাব্দুল ওয়াহেদ মিনহাজ, মো: ইমরান, হা: মো: ওসমান শাহা, হা: মো: জুনাইদ, হা: শাহ কামাল এবং হা: তাওহীদ। খতমে কোরআন শেষে সংগঠনের গ্রুপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোনাজাত পরিচিলনা করেন উক্ত সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হা: নুর হোসেন।
সভাপতি মাহাবুব কাউসার বলেন, দেশের মানুষের সার্বিক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। তা আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। সিনিয়র সহ-সভাপতি জাহেদুল বলম বলেন মোনাজাতে আমরা নিজেদের জন্য এবং পুরো দেশ বাসীর জন্য দোয়া করেছি। আমরা এই সঙ্কটাপন্ন অবস্থা থেকে মুক্তি লাভ প্রত্যাশী।
জনসচেতনতায়- রাইজিং কক্স ডটকম
Leave a Reply