নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের নির্দেশনা ব্যতীত নিজ উদ্যোগে কোন রাস্তাঘাট বন্ধ না করার জন্য অনুরোধ জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান।
বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান কর্তৃক পরিচালিত সামাজিক যোগাযোগের মাধ্যম Uno Ukhiya ফেসবুক আইডি থেকে উখিয়াবাসীর প্রতি অনুরোধ রেখে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি রাইজিং কক্স ডটকম’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
প্রিয় উখিয়াবাসী
প্রশাসনের নির্দেশনা ব্যতীত নিজ উদ্যোগে কোন রাস্তাঘাট বন্ধ না করার জন্য অনুরোধ করা হলো।
এতে করে প্রশাসন, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি চলাচল, নিত্য প্রয়োজনীয় ও জীবন রক্ষাকারী সামগ্রী পরিবহন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া এ সুযোগে মূল রাস্তার ভেতরের দিকে জনসমাগম হওয়ার সুযোগ রয়েছে।
কাউকে অতি উৎসাহী হয়ে এ ধরণের বেআইনি কর্মকান্ডে জড়িত না হয়ে বরং নিজ ও পরিবারের সুরক্ষার্থে নিজ নিজ ঘরে অবস্থান করতে অনুরোধ করা হলো।
অন্যথায় জনস্বার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply