রাইজিং কক্স ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রিন্স গার্মেন্টসের চেয়ারম্যান তাসলিম আহমেদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানী ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এই তথ্য নিশ্চিত করেছে। তাদের তরফে হয়েছে, প্রিন্স গার্মেন্টসের চেয়ারম্যান তাসলিম আহমেদ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
এ ঘটনায় বিজেএমইএ গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি তারা জানায় নিহত তাসলিমের জানাজা সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সর্বশেষ তথ্যানুযায়ী এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩০ জন। আর মৃত্যু হয়েছে ২১ জনের।
Leave a Reply