বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন কিছুদিন আগে।
মাঝে বেশকিছুদিন তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ে কোয়েলের বাসায় থেকেই চিকিৎসা নিয়েছিলেন। পরে আবার অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে রাজধানীর শাহবাগের পিজি হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকে মোটামুটি সুস্থ হয়ে তিনি রাজধানীর সূত্রাপুরে তার নিজ বাসাতে ফিরে যান।
সেখানেই তিনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। করোনা ভাইরাসের এই সময়ে বাসাতে বাইরের লোক একেবারেই প্রবেশ নিষেধ। এটিএম শামসুজ্জামান বলেন, আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। কিন্তু দেশের মানুষতো ভালো নেই, পৃথিবীর মানুষতো ভালো নেই।
করোনায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। আগামীতে যে কী হবে একমাত্র মহান আল্লাহই জানেন। আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। আমার বিশ্বাস করোনার এই বিপর্যস্ত অবস্থা পেরিয়ে আমাদের জীবনে নিশ্চয়ই সুদিন আসবে, ইনশাআল্লাহ।
এদিকে বিশিষ্ট অভিনেত্রী শবনম এ বিষয়ে বলেন, ঘরের মধ্যেই একধরনের বন্দি জীবন যাপন করছি। তবে এটাইতো আসলে করোনা থেকে নিজেদের নিরাপদে রাখার একমাত্র উপায়। আমার একমাত্র ছেলে রনি এবং আমি রাজধানীর বারিধারার পার্করোডে নিজ গৃহেই নিরাপদে আছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদের জীবনে যেন করোনা খুব বেশি তার প্রভাব বিস্তার না করতে পারে সেই আশা রাখি। আমারও বিশ্বাস অবশ্যই আমাদের জীবনে আবার স্বাভাবিক সময় ফিরে আসবে। নিশ্চয়ই সুদিন ফিরে আসবে শিগগিরই।
Leave a Reply