রাইজিং কক্স ডেস্ক : বাড়ির সীমানা নিয়ে কথাকাটির জের ধরে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ারের লাথিতে পেটান আলী নামে (৬০) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ২ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মদ পেটান আলী ওই গ্রামের মৃত নজির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশি ইউনিয়ন যুবলীগের নেতার জমিতে নিহত ভিক্ষুক বসবাস করে আসছেন। কিন্তু নিহত বৃদ্ধা বসত ভিটায় টিউবওয়েলের পানি চলাচলের জন্য একটি গর্ত করতে চাইলে এতে ওই পাষাণ যুবলীগ নেতা বাঁধা দেয়। ফলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পেটান আলীকে লাথি মারেন যুবলীগ নেতা দেলোয়ার। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পেটান আলী মারা যান।
তিনি মৃত্যুবরণ করলে ওই যুবলীগ নেতা গ্রেপ্তার এড়াতে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েছেন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, এ ঘটনায় যদি কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply