নিজস্ব প্রতিবেদক : উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া পশ্চিম পাড়া এলাকায় ফরিদ আলমের ভাড়া বাড়িতে সদ্য ঢাকা ফেরত একজন এনজিও কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠালেন উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।
স্থানীয়রা জানান, ওই এনজিও কর্মী ১৫ দিন পূর্বে কক্সবাজারে এনজিও সংস্থার কার্যক্রম বন্ধ হওয়ায় ঢাকা চলে যান। কিন্ত গতকাল রবিবার আবার কক্সবাজার এসে লকডাউন উখিয়ার ভাড়া করা বাসায় উঠেন। এ খবরে এলাকাবাসী বিষয়টি উখিয়ার ইউএনওকে অবগত করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমি ঘটনা শোনার পরে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করি এবং ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি এনজিও কর্মীটি এনজিও সংস্থা সুশীলনের প্রজেক্ট কোর্ডিনেটর। এছাড়া উক্ত এনজিও কর্মী কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা থেকে উখিয়া আসেন।
এ ব্যপারে যোগাযোগ করা হলে উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, এনজিও সংস্থার এই কর্মীকে কক্সবাজার হোম কোয়ারান্টিন পাঠানো হয়েছে এনজিও সংস্থার নিজস্ব গেষ্ট হাউসে।
Leave a Reply