এম. সালাহ উদ্দিন আকাশ, রাইজিং কক্স ডটকম: বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াল থাবা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশও করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি।
সারা দেশ আজ নিরব-নিস্তব্ধ, সরকারের পক্ষ থেকে দেশের সব অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। এমতাবস্থায় বাংলা নববর্ষ ১৪২৭ এর প্রথম দিন ১ লা বৈশাখে কোন অনুষ্ঠান নেই, কেউ বাইরে যাওয়ার অনুমতি নেই। যে যার যার মত ঘরে বসেই উদযাপন করছেন ১ লা বৈশাখ। দেশের জনপ্রিয় সংগীত শিল্পী চট্টগ্রামের মেয়ে তাসনিম আনিকা পরিবারের সাথে গাইলেন “এসো হে বৈশাখ” শিরোনামে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ও সুর করা গানটি।
তাসনিম আনিকা রাইজিং কক্স ডটকম কে জানিয়েছেন, গানটিতে তার বাবা শিল্পী মহিউদ্দিন আহমেদ, মা নাসরিন আক্তার, ছোট বোন তাসনিয়া নওশিন যৌথভাবে কণ্ঠ দিয়েছেন।
তিনি জানান, প্রতি নববর্ষে নির্ধারিত প্রোগ্রাম থাকার কারণে পরিবারের সাথে ১ লা বৈশাখ পালন করার সুযোগ হয়না। করোনা মহামারির কারনে মন ভিষণ্ণ থাকলেও পরিবারের সাথে বৈশাখ উদযাপন করতে পেরে বেশ ভাল লাগছে। স্মৃতি হয়ে থাকবে গানটি। সকলের প্রতি অনুরোধ নিজ নিজ অবস্থান থেকে আমরা সকলে সচেতন হই। ঘরে থাকি নিরাপদে থাকি।
গানটির ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন : https://www.youtube.com/watch?v=O-NcVNbgezQ&feature=share
বর্তমান সময়ের সাড়াজাগানো তরুণ প্রজন্মের প্রিয় শিল্পী দেশ বরেণ্য কণ্ঠশিল্পী তাসনীম আনিকা’র এমন আয়োজনকে সাধুবাদ জানাই। করোনা’র করাল গ্রাসে সারা বিশ্ব যখন স্থবির, মানবজীবন বিপন্নের মুখে তখন শিল্প সত্তা কি নিরবে থাকতে পারে!! স্বীয় মহিমায় শিল্পী তাঁর আবেগ অনুভূতি প্রকাশ করে থাকেন। সর্বোপরি শিল্পী আনিকা’র জন্য শুভ কামনা এবং রাইজিং কক্স কে ধন্যবাদ শিল্পকর্মকে উৎসাহিত করবার জন্যে। অন্ধকার অমানিশা কাটিয়ে আবার নতুন সোনালী সূর্যের আলো দেখার প্রত্যাশায়।
– একজন সংস্কৃতি সেবী।
আসলেই এই গানটি স্মৃততিময় হয়ে থাকবে। ??
শুভ নববর্ষ ??।