আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দুটি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে চীন।
চীনে বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের কারণে দ্বিতীয় দফায় সংক্রমণের শিকার হয়েছে। এই পরিস্থিতি বেইজিং করোনার টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি দিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের সিনোভেক বায়োটেক ও উহানের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস পরীক্ষামূলক টিকা দুটির উন্নয়ন ঘটিয়েছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, গত মার্চে বেইজিং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য একটি টিকার অনুমোদন দিয়েছিল। ওই টিকা তৈরি করে দেশটির মিলিটারি একাডেমি পরিচালিত মিলিটারি মেডিকেল সায়েন্সেস ও জৈবপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান কেনসিনো বায়ো।
ভ্যাকসিন দুটির উন্নয়ন ঘটিয়েছে বেইজিং ভিত্তিক সিনোভেক বায়োটেক ও উহানের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এতথ্য নিশ্চিত করে জানিয়েছে, ভ্যাকসিন দুটির পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে যাওয়া হবে। ভ্যাকসিনের কার্যকারিতা সফল হলেবিশ্বব্যাপী ব্যাপক উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
হংকং ইউনিভার্সিটির প্যাথলজির ক্লিনিক্যাল প্রফেসর জন নিকলস বলেন, এই সিদ্ধান্তটি খুবই সাহসী। হঠাৎ করেই মানবদেহে ভ্যাকসিন প্রয়োগ করা যায়না। প্রথমে ছোট প্রাণী, তার পর বনমানুষ, এরপর পর্যায় ক্রমে মানব শরীরে প্রয়োগ করতে হয়।
Leave a Reply