রাইজিং কক্স ডেস্ক : উখিয়ার তরুণ উদ্যোক্তা এইচ এম জসিম উদ্দিনের উদ্যোগে তাঁর নিজ এলাকা জালিয়াপালংয়ের সোনার পাড়া’র হতদরিদ্রদের মাঝে দ্বিতীয় পর্বে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার সকাল ৯ টায় এসব ত্রাণ সামগ্রী প্যাকেট করে দুপুর ১২ টায় সোনারপাড়ার তিনটি গ্রামে পৃথকভাবে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের কর্মীদের নিয়ে সামাজিক অবস্থানের দূরত্ব নিশ্চিত করে তালিকাভুক্ত প্রত্যেকটা পরিবারে পৌঁছে দিয়েছেন।
এর আগেও তিনি জালিয়াপালংয়ে বিভিন্ন শ্রেণি পেশার ১৫ শত পরিবারে মিশ্র খাবার বিতরণ করেছিলেন।
এ বিষয়ে তরুণ উদ্যোক্তা জসীম উদ্দিন বলেন, আমাদের গ্রামের যেসব নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার করোনা পরিস্থিতিতে আর্থিক এবং খাদ্যের সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের কথা বিবেচনা করে আমি কিছুদিন আগেও একবার ত্রাণ বিতরণ করেছিলাম। আর আজকে আবারো সাধ্যমত প্রায় ১ শত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, নিজ নিজ জায়গা থেকে যদি বিত্তবান লোকেরা এগিয়ে আসেন তাহলে কোনো অঞ্চলের মানুষ এমন কঠিন পরিস্থিতিতেও কষ্ট ভোগ করবে না। তাই তিনি সব বিত্তবানদের অস্বচ্ছালদের প্রতি সদয় হওয়ার বিনীত অনুরোধ জানান।
খাদ্য সামগ্রী পেয়ে নূর নাহার বেগম জানান, “করোনা’র এমন পরিস্থিতিতে আমরা খুবই কষ্টে দিনাতিপাত করছিলাম। এমন সময়ে ওনার পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। যারা ত্রাণ পেয়েছি অন্তত কিছুদিন খাদ্যের অভাবে আমাদের আর কষ্ট পেতে হবে না”। -সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply