টেকনাফ সংবাদদাতা : সীমান্ত জনপদ টেকনাফে করোনাভাইরাস দূর্যোগের মধ্যেও বিভিন্ন পয়েন্টে ইয়াবা কারবারীদের অপতৎপরতা বন্ধ হয়নি। র্যাব সদস্যরা টেকনাফ সদরের নাজির পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে।
বুধবার বিকাল পৌঁনে ৩টার দিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপির ৮নং নাজির পাড়ায় জালাল মেম্বারের সামনে পাকা রাস্তায় পৌঁছলে কয়েকজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে হাতে থাকা একটি কাপড়ের ব্যাগসহ নাজির পাড়ার সরু হোসনের পুত্র দিল মোহাম্মদ (২০) কে আটক করে।
পরে উপস্থিত লোকজনের সম্মুখে হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪হাজার ৯শ ৯০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্রিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
উল্লেখ্য চলমান করোনা দূর্যোগকে পুঁজি করে টেকনাফের বিভিন্ন পয়েন্টে এখনো মাদক কারবারীরা তৎপর রয়েছে বলে একাধিক সূত্রের দাবী।
Leave a Reply