রাইজিং কক্স ডেস্ক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) নমুনা পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আক্রান্তদের মধ্যে ৫ জন চট্টগ্রামের ও একজন নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে একজন মারা গেছেন। তিনি নগরের নিমতলা এলাকার বাসিন্দা।
বুধবার রাতে বিআইটিআইডি‘র স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার বলেন, ‘বুধবার ১০৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন চট্টগ্রামের ও একজন নোয়াখালীর বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন।’
সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে আনোয়ারার একজনের বয়স ৪০ বছর। পটিয়ার একজনের বয়স ৪৫ বছর। নগরের দামপাড়া এলাকায় রয়েছেন দুইজন। তাদের বয়স ২৬ ও ২৫ বছর। নগরের নিমতলায় ৩০ বছর বয়সের একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি ইতোমধ্যে মারা গেছেন। অন্যজন নোয়াখালীর সেনবাগ এলাকার বাসিন্দা।
Leave a Reply