বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা। একটা সময় অভিনয়ে নিয়মিত ছিলেন তিনি। এই অভিনেত্রী অভিনয়ের বাইরে এখন যুক্ত আছেন শিক্ষকতা পেশায়।
তবে করোনা ভাইরাসের কারণে সব কিছুর মতো স্কুল, কলেজ ভার্সিটিও বন্ধ আছে এখন। যার ফলে তিনিও ঘরবন্দি। এই সময়ে ঘরে কি করছেন ঈশিতা? তার ভাষ্য, বই পড়ছি, কিছু ক্ল্যাসিক সিনেমাও দেখা হচ্ছে। একই সঙ্গে বাসায় এখন গানের চর্চা করছি। ছেলে যাভীর দৌলার গানের প্রতি আলাদা ভালোলাগা আছে।
তার সঙ্গেই চলছে গানের চর্চা। তবে যতকিছুই করি, লকডাউনের এই সময়ে দেশ ও মানুষের জন্য খুব চিন্তা হচ্ছে। করোনাভাইরাস থেকে যেন সৃষ্টিকর্র্তা আমাদের মুক্ত করে দেন, এটিই মানে-প্রাণে প্রার্থনা করি।
ক্যারিয়ারে বেশ লম্বা একটা বিরতির পরে গানে ফেরেন ঈশিতা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু গান প্রকাশ পেয়েছে তার। অভিনয়ে সংগীত কতটা প্রভাব ফেলে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকটাই। দুটি মাধ্যমই পরস্পরের পরিপূরক। অভিনয় করতে গেলে ইমোশন দিতে হয়। সঙ্গে তাল ও লয়ের জ্ঞানও থাকতে হয়। এসব তো সংগীত থেকেই নিতে হয়। মিউজিক ইজ মাস্ট ফর অ্যাক্টিং। একটু খেয়াল করলেই দেখবেন, সব অভিনয় স্কুলেই গান শেখানোর ব্যবস্থা রাখা হয়। গানের মধ্যে একধরনের ভিজ্যুয়াল বিষয় আছে। কোনো গানের ভিডিও না থাকলেও শ্রোতা মনের মধ্যে দৃশ্যকল্প তৈরি করে নিতে পারেন। টিভির পাশাপাশি অনেকে এখন অনলাইন মাধ্যমেও অভিনয় করছেন। এ প্রবণতা আপনার কাছে কতটা ইতিবাচক মনে হয়? তিনি বলেন, পরিবর্তনই পৃথিবীর নিয়ম। সেই ধারাবাহিকতায় মিডিয়াতেও এখন পরিবর্তনের হাওয়া বইছে। যে জন্য মঞ্চ ও টিভির পাশাপাশি নাটকও বিভিন্ন অনলাইন প্লাাটফর্মে যুক্ত হয়েছে। এসব মাধ্যমে প্রচুর কাজও হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে, আমরা যেন কাজের মান ঠিক রাখি। সেটি সব মাধ্যমের জন্যই জরুরি। আমাদের সাংস্কৃৃতিক ঐতিহ্য যেন অনলাইনেও বজায় থাকে, সেদিকেও মনোযোগী হতে হবে।
অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা আছে? এ প্রসঙ্গে তিনি বলেন, অন্যদের তুলনায় কাজের সংখ্যা হয়তো কম। কিন্তু অভিনয় তো করছি। গত বছরও দু-তিনটি নাটকে কাজ করেছি। তবে নিয়মিত অভিনয়ের ইচ্ছা নেই। কারণ এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। তা ছাড়া পরিবারকেও সময় দিতে হয়। তাই ভালো প্রজেক্ট ছাড়া অভিনয়ের ইচ্ছা নেই। তবে মানসম্মত কাজ পেলে যে কোনো সময়ে অভিনয়ে দেখা যাবে। এদিকে কাজের সংখ্যা নয়, ভালো কাজ দিয়েই একজন শিল্পী দর্শকের মনে জায়গা করে নিতে পারেন বলে ঈশিতা অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply