রাইজিং কক্স ডেস্ক : খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের ঘরের বাইরে বেরুতেই হয়। করোনার এই সময়ে বাইরে দায়িত্ব পালন করা অন্যান্য পেশাজীবীর মতো সাংবাদিকদেরও ঝুঁকি রয়েছে।
এমন পরিস্থিতিতে কমলগঞ্জের সাংবাদিকদের পাশে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে এগিয়ে এলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কার্যালয়ে কমলগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের হাতে ২৫টি পিপিই তুলে দেন।
পিপিইগুলো গ্রহণ করেন কমলগঞ্জ প্রেস ক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতি সিনিয়র সদস্য মুজিবুর রহমান রঞ্জু ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম ওয়াহিদ রুলু, কমলকুড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক মোনায়েম খান প্রমুখ। সূত্র : কালের কন্ঠ
Leave a Reply