রফিক মাহমুদ, উখিয়া : করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান খানেরর নেতৃত্বে বিভিন্ন হাটবাজার ও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে উখিয়া উপজেলার কয়েকটি হাটবাজার ও এলাকায় উক্ত মোবাইল পরিচালনা করা হয়েছে।
তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জমান চৌধুরী জানিয়েছেন, বাজারে বিভিন্ন পন্যের অতিরিক্ত দাম ও ভোক্তার স্বার্থ বিরোধী কাজ করায় ৮ টি মামলায় ৫৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এবং সঙ্গনিরোধ মেনে না চলায় ১৬ টি মামলায় ৬৬৩০০ টাকা জরিমানাসহ মোট ২৪ টি মামলায় নগদ ১,২৩,৩০০ (এক লক্ষ তেইস হাজার তিনশত টাকা) জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply