বিনোদন ডেস্ক : করোনার কারণে ঘরবন্দি জীবন যাপন করছে এখন মানুষ। এমনকি এই ভাইরাসের ভয়াবহতার জন্য সাধারণ ছুটি চলছে কদিন ধরেই। মানুষকে বাসা থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। এমনকি পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছিলো। সব মিলিয়ে একটি অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। বরেণ্য অভিনেতা মামুনুর রশীদও নিজেকে ঘরবন্দি করেছেন অনেক আগেই। করোনা মোকাবেলায় সবাইকে এক সাথে কাজ করারও আহবান জানিয়েছেন তিনি। মামুনুর রশীদ বলেন, আমরা খুব খারাপ একটি সময় পার করছি। অনিশ্চিত হয়ে গেছে সব কিছু।
এমনকি বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। পয়লা বৈশাখই হচ্ছে বাঙালির নববর্ষের প্রথম দিন। কিন্তু আনন্দের এই দিনটিও ছিলো রঙহীন।
করোনার সংক্রমণ রোধে ঘরের বাইরে সব ধরণের অনুষ্ঠানও বাতিল করেছিলো রাষ্ট্র। মহামারি এই দুর্যোগকালে রাষ্ট্রের এমন সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেছি আমরা সবাই। আমরা অভাবনীয়, অকল্পিত একটি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। সারা বিশ্বের মানুষ এই দুর্যোগের কবলে পড়েছেন। সারা বিশ্বের মানুষ এই ভাইরাসে আক্রান্ত। এই পরিস্থিতিতে কোন কিছুই ভালো লাগছে না। করোনারভাইরাসের কোনো টিকা আবিষ্কৃত না হওয়ায় দিশেহারা মানুষ। এই ভাইরাসের সংক্রমণ রোধে একমাত্র পথ সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা। আমি নিজেও গৃহবন্দি। পৃথিবীর কোটি কোটি লোক গৃহবন্দি। আমরা একটি খাঁচার মধ্যে বন্দি হয়ে আছি। খুবই দুঃসময়! এই অবস্থায় প্রত্যাশা একটাই। খুব দ্রুত যেন এই ব্যাধি আমাদের জীবন থেকে দূর হয়। আর সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলার অনুরোধ করছি। কারণ এর বিকল্প নেই। দিন দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কেবল বাড়ছেই। এই সময়ে সচেতন না হলে ভয়াবহ অবস্থা দেখা দিবে। তাছাড়া যে যে নিয়মের কথা বলা হচ্ছে তাও পালন করতে হবে। আজ পর্যন্ত ১৮৩৮ এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ৭৫ জন মানুষ মারা গেছে আমাদের দেশে। এই তালিকা যেন দীর্ঘ না হয়, সেজন্য প্রতিটি মানুষের সামাজিক দুরত্ব বজায় রাখা এখন দায়িত্ব।
Leave a Reply