বলরাম দাশ অনুপম : কক্সবাজার শহরের পাহাড়তলী ইসুলুঘোনার এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫০ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
নিহত বৃদ্ধের নাম ছৈয়দ আলম প্রকাশ বিডিআর ছৈয়দ (৫১)।
এঘটনায় তার পুত্র মানিকুর রহমান জুয়েলকেও (২৬) কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী একদল দুবৃর্ত্ত হঠাৎ করে ছৈয়দ আলম ও তার পুত্র জুয়েলকে ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ আহত পিতা-পুত্রকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দ আলমকে মৃত ঘোষণা করে।
এই রির্পোট লেখা পর্যন্ত আশংকাজনক অবস্থায় জুয়েলকে সদর হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কবীর জানান, প্রাথমিক ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে। তবুও বিস্তারিত ভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।
পাশাপাশি হামলাকারী অপরাধীদের আটকে পুলিশী অভিযানও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply