প্রিয় উখিয়াবাসী,
আসসালামু আলাইকুম।
বেশ কিছু দিন পর জনগুরুত্বপূর্ণ বিশেষ একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা সাম্প্রতিক বৈশ্বিক মহামারী ভাইরাস করোনার প্রাদুর্ভাব ও এর ভয়াবহতা উপলব্ধি করতে পারছেন।
৷৷৷৷৷৷৷৷৷৷৷।।।। জরুরী বিজ্ঞপ্তিঃ।।।।।।।।।
#বাড়িতে করোনা রোগী আছে
এই কথা বলে যদি কেউ আইনশৃঙখলা বাহিনীর পরিচয়ে রাতে আপনার ঘর-বাড়িতে আসে, তবে কেউ ঘরের দরজা খুলবেন না প্লিজ।
#তাদেরকে বলুন, সকাল পর্যন্ত অপেক্ষা করতে।
#অথবা অফিসার ইনচার্জ উখিয়া থানা ০১৭১৩-৩৭৩৬৬৫ ও ডিউটি অফিসার উখিয়া থানা ০১৮৪০-১১৮২১১ এই নম্বরে কিংবা জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯
এই নম্বর গুলোতে যোগাযোগ করে নিশ্চিত হোন।
#বর্তমানে অভিনব কায়দায় চুরি ডাকাতি ও প্রতারণার মত বিভিন্ন ঘটনা ঘটতে পারে ।
#এছাড়া ত্রাণ বা রিলিফ পৌঁছে দেবার নাম করে কিংবা করোনা ভাইরাস পরীক্ষা কীট অথবা পিপিই পৌঁছে দেবার নাম করেও অনেকে আপনার / আপনাদের সর্বস্বান্ত করে দিতে পারে। তাই আপনাদের সচেতনতা খুবই জরুরী।
#আবার এমনও হতে পারে কোন কোন জায়গায় রাস্তা-ঘাটে হঠাৎ করে কেউ পুলিশী চেকপোস্ট বসিয়েও আপনার সর্বনাশ করতে পারে, তাই অযথা বাসা বাড়ি থেকে বের হয়ে নিজের বিপদ ডাকবেন না।
#অযথা লকডাউনের নামে নিজের এলাকার অলিগলিতে ব্যারিকেড দিয়ে সরকারি ও জরুরী চলাচলে বাধা সৃষ্টি করবেন না।
#দেশে লকডাউন চলছে এমন মানসিকতা সৃষ্টি করে, নিজেই আবার লকডাউন ভেঙ্গে নিজের ও পরিবারের বিপদ ডেকে আনবেন না!!
#সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।
তাই সার্বিকভাবে সকল বিষয়ে সতর্ক থেকে —–ব্যক্তি দূরত বজায় রাখুনন, #নিজের দুরত্ব বজায় রাখুন,
সামাজিক দুরত্ব বজায় রাখুন
নিজের পরিবারকে নিরাপদে রাখুন।
প্রচারেঃ
অফিসার ইনচার্জ
উখিয়া থানা, কক্সবাজার।
(শনিবার রাতে Oc Ukhiya ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটি রাইজিং কক্স ডটকম’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হয়েছে।)
Leave a Reply