রাইজিং কক্স ডেস্ক : চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। আর তিনি একজন সেনাসদস্যের স্ত্রী।
আগে থেকেই তিনি সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
রোববার সকালে এই তথ্য দেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, করোনায় আক্রান্ত ৩৩ বছর বয়সি ওই নারীর স্বামী সেনাবাহিনীর সৈনিক। ওই সেনাসদস্য বর্তমানে কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে আছেন। তাদের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলায়। নগরীর পতেঙ্গা এলাকায় বসবাস করেন তিনি।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, শনিবার চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালের নমুনা পরীক্ষায় ওই নারীর করোনা শনাক্ত হয়।
অবশ্যই করোনা উপসর্গ নিয়ে তিনি আরো কয়েকদিন আগে সিএমএইচ-এ ভর্তি হন। সেখানে আইসোলেশন বেডে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বিআইটিআইডি হাসপাতালে এখন পর্যন্ত ১৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তম্মধ্যে ৬১ জন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫, নোয়াখালীতে তিনজন, লক্ষ্মীপুরে ২২ জন ও ফেনীতে একজন। আর চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে মারা গেছেন।
Leave a Reply