রাইজিং কক্স ডেস্ক : করোনা যুদ্ধে টিকে থাকতে হলে আমাদের অবশ্যই কঠোর হতেই হবে।
করোনা যুদ্ধে টিকে থাকার প্রথম ধাপ হিসেবে এতদিন আপনাদেরকে অর্থাৎ জনসাধারণের মধ্যে যাদের প্রয়োজন মনে করেছি তাদের হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে প্রাণান্তকর চেষ্টা দেশব্যাপী চালানো হয়েছে। যেটা আপনারা সকলেই অবগত আছেন। দ্বিতীয় ধাপে লকডাউনের মত সিদ্ধান্তও নেওয়া হয়েছে কিন্তু এখন ভেবে দেখলাম মানুষের মত যানবাহনগুলোও কোয়ারেন্টাইন করতে হবে।
তাই আগামীকাল (সোমবার) থেকে যারা রাস্তায় গাড়ী বের করবেন (জরুরী সেবা ও জরুরী প্রয়োজনে বের হওয়া গাড়ি ব্যতীত) সেই সকল সিএনজি, টমটম, অটোর কপালে দুঃখ আছে।
আগামীকাল রাস্তায় এইসব গাড়ী দেখা মাত্রই কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা হবে। সুতরাং সাবধান।
জনস্বার্থে সামাজিক যোগাযোগাযোগের মাধ্যম ফেসবুকে জনস্বার্থ এভাবেই লিখলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জজিনা আক্তার মর্জু। রোববার রাতে দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি রাইজিং কক্স ডটকম’র পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো :
প্রিয় উখিয়াবাসী,
আসসালামু আলাইকুম।
#আপনাদের মধ্যে যাদের সিএনজি গাড়ি, টমটম, অটো ইত্যাদি রয়েছে —-তাদের সকল ড্রাইভার, হেল্পার ও গাড়ি সংশ্লিষ্ট লোকজনদের বিগত একমাস যাবৎ রাস্তা ঘাটে যেখানে পেয়েছি ——অনুরোধ করে, হাতজোড় করে অনেক অ নে ক বুঝিয়েছি সচেতনতা ও মহামারী করোনার প্রাদুর্ভাব এবং এর ভয়াবহতা সম্পর্কে আমি নিজে ও আমার টীম উখিয়ার মাধ্যমে।
#তবুও দেখছি আপনাদের মধ্যে সচেতনতার কোন লক্ষণ (কিছু কিছু ক্ষেত্রে কোন কোন জায়গায় ) মোটেই চোখে পড়ছে না।
#মহামারী করোনার বিস্তার রোধে সেই শুরু থেকেই আমরা উখিয়া থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে নিজ জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে, আপনাদের জন্য বিরামহীন সময়-শ্রম ব্যয় করছি।
#কিন্তু খুব কষ্ট হয় যখন দেখি আপনারা আমাদের সেই সময়-শ্রমকে তুচ্ছতাচ্ছিল্য করে দিনকে দিন নিজের বিপদকে আমন্ত্রণ জানিয়ে খুব কাছে নিয়ে আসলেন। (অর্থাৎ ইতোমধ্যে সকলেই অবগত আছেন কক্সবাজারে করোনা রোগের লক্ষ্মণযুক্ত রোগী সনাক্ত হয়েছে।)
#আমাদের পিঠ আপনারা দেওয়ালে ঠেকিয়ে দিয়েছেন। আমরা আর পিছাবোনা। আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে —–আপনাদের স্বার্থে, প্রিয় উখিয়া এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে, দেশের স্বার্থে,আপন আপন পরিবারের স্বার্থে!!
#তাই করোনা যুদ্ধে টিকে থাকতে হলে আমাদের অবশ্যই কঠোর হতেই হবে।
করোনা যুদ্ধে টিকে থাকার প্রথম ধাপ হিসেবে এতদিন আপনাদেরকে অর্থাৎ জনসাধারণের মধ্যে যাদের প্রয়োজন মনে করেছি তাদের হোম কোয়ারেন্টাইন এর মাধ্যমে প্রাণান্তকর চেষ্টা দেশব্যাপী চালানো হয়েছে। যেটা আপনারা সকলেই অবগত আছেন।
#দ্বিতীয় ধাপে লকডাউনের মত সিদ্ধান্তও নেওয়া হয়েছে!!
কিন্তু এখন ভেবে দেখলাম মানুষের মত যানবাহন গুলোও কোয়ারেন্টাইন করতে হবে।
তাই আগামীকাল থেকে যারা রাস্তায় গাড়ী বের করবেন —-( জরুরী সেবা ও জরুরী প্রয়োজনে বের হওয়া গাড়ি ব্যতীত)
সেই সকল সিএনজি, টমটম, অটোর কপালে দুঃখ আছে।
আগামীকাল রাস্তায় এইসব গাড়ী দেখা মাত্রই কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা হবে।
সুতরাং সাবধান।
প্রচারেঃ
অফিসার ইনচার্জ
উখিয়া থানা, কক্সবাজার।
Leave a Reply