ক্রীড়া ডেস্ক, রাইজিং ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটারদের অন্যতম সঙ্গী টিম বয়রা। জাতীয় দল হোক আর ঘরোয়া ক্রিকেট, সবসময়ই ক্রিকেটারদের পাশে থাকেন তারা। তাই করোনার এই খারাপ সময়ে তাদের জন্য এগিয়ে এসেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। তারা টাইগার ক্রিকেটে পঞ্চপাণ্ডব হিসেবেও পরিচিত। যদিও নিষেধাজ্ঞার কারণে সাকিব নেই জাতীয় দলে তারপরও বিপদে ফের লড়াই শুরু করেছেন কাঁধে কাঁধ রেখে। পাঁচজন মিলে টিম বয়দের জন্য দিয়েছেন ৫ লাখ টাকা। যা জাতীয় দলসহ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে কাজ করা ৫০ জন টিম বয় পাবেন। এর মধ্যে জাতীয় দলের সঙ্গে কাজ করা টিম বয় বুলবুল, নাসির ও সোহেল দৈনিক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি।
বুলবুল বলেন, ‘আমরা খুব বিপদে ছিলাম। এই পাঁচজন আমাদের সবসময় সাহায্য করেছেন।
এবারও করলেন। আমাদের ছাড়াও প্রিমিয়ার লীগে কাজ করা ৫০ জন টিম বয় ও ম্যাসাজম্যানদের তারা ৫ লাখ টাকা দিয়েছেন। যতটা জানি, তারা প্রত্যেকে এক লাখ টাকা করে অনুদান দিয়েছেন। এতে করে করোনার সময় আমরা কিছুটা হলেও চলতে পারবো। প্রত্যেকে পাবো ১০ হাজার টাকা করে। তাদের অনেক ধন্যবাদ ‘ টিম বয় নাসির ও সোহেলও ধন্যবাদ জানিয়েছেন পঞ্চপাণ্ডবকে।
অন্যদিকে সংবাদ মাধ্যমকে বিষটি নিশ্চিত করেছেন মুশফিকুর রহীম। তিনি বলেছেন, ‘আমরা পাঁচজন মিলে ৫০ জনের মতো টিম বয় ও ম্যাসাজম্যানদের ছোট আকারে সাহায্য করছি। যারা সব ক্লাব, বিভিন্ন ক্রিকেট দলের সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ৫ জন মিলে ৫ লাখ টাকা দিচ্ছি। আপাতত ছোট আকারে সাহায্য করছি। এখন তো খেলা নেই। খেলা না থাকলে তাদের আয়েরও কোনো সুযোগ নেই।’
Leave a Reply