রাইজিং কক্স ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জন।
এছাড়া, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত নতুন ৪৯২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে এই প্রাণঘাতী ভাইরাসে মোট শনাক্ত হলেন ২,৯৪৮ জন।
সোমবার (২০শে এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময়, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ২,৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এছাড়া, গত মারা যাওয়া আরও ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। তবে, সুস্থ হয়েছেন আরও ১০ জন ব্যক্তি। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮৫ জন সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, গাজীপুরে করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি। আর গত ২৪ ঘন্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ৫৭ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৭০১ জন।
এর আগে, কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক ব্রিগেডিয়ার ডা. মো. শহীদুল্লাহ মাস্কের মান নিয়ে বিভ্রান্তিকর এবং বানোয়াট তথ্য প্রকাশ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এন ৯৫ মাস্ক আমাদের দেশে তৈরি হয় না। সহজলভ্য না। মাস্কের মান স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি মান নির্ধারণের পরই কেনা হয়, তাই মান নিয়ে কোন সন্দেহ নেই। আর, ৭০ ভাগ পিপিই দেশে তৈরি মান অনুসরণ করে, বাকি ৩০ ভাগ চায়না থেকে। স্বাস্থ্যকর্মীদের জন্য মানসম্মত সুরক্ষাসামগ্রী বিরতণের জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।
দেশে গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সম্পূর্ণ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আর, সারা দেশে গত ২৬শে মার্চ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। জেলায় জেলায় চলছে লকডাউন। এ পর্যন্ত ৪০ট জেলাকে প্রশাসনিকভাবে লকডাউন করা হয়েছে। মানুষকে ঘরে রাখতে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।
সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৬৫,১৮২ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ১৪ হাজার ৮০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ২৯ হাজার ৫০২ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬ লক্ষ ২০ হাজার ১১৮ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৪,২১৫ জন ব্যক্তি।
Leave a Reply