সারাদেশ ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন কর্মহীন হতদরিদ্ররা। সোমবার উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ মানববন্ধন পালিত হয়। এতে ত্রাণবঞ্চিত প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা এসময় বলেন, এখানকার শতাধিক মানুষ এখনও কেউ ত্রাণ পাননি। বারবার বলার পরেও স্থানীয় জনপ্রতিনিধিরা কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে জানান। তারা এ সময় ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রঘুনাথপুর গ্রামে ইতিমধ্যে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।
তিনি আরো জানান, ওখানে যারা ত্রাণ পাননি- তারা দুই/একদিনের মধ্যেই পেয়ে যাবেন।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা সুমিত্র সরকার, মরিয়াম খাতুন, শিক্ষক আনন্দ, মাইকেল সরকার, রিয়াজ উদ্দিন, রোজিনা খাতুন, সাহিদা খাতুন, জাহানারা, সামাদ, হারান, সাহাদাত প্রমুখ।
Leave a Reply