নিজস্ব প্রতিবেদক : উখিয়ার পালংখালীতে মহেশখালী হতে শ্বশুর বাড়িতে নতুন জামাতা বেড়াতে এসে লকডাউনের কবলে পড়েছেন।
সোমবার রাতে করোনা সংক্রমণ রোধে পালংখালীর গৌজঘোনা একালায় ইউছুপ আলীর পুত্র ছুরত আলম এর বাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরীর নির্দেশে লকডাউন ঘোষণা করেন পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘গৌজঘোনার মৃত ইউছুপ আলীর ছেলে ছুরুত আলমের বাড়ীতে মহেশ খালী থেকে তার নতুন জামাতা মোহাম্মদ সোহেল (২৩) পিতা আবুল হোছন বেড়াতে এসেছে বলে স্থানিয়রা জানালে রাত ১১ টা ১৫ মিনিটের সময় মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে তার বাড়ী লকডাউন করেছি। আগামী ১৪ তারিখ পর্যন্ত তার বাড়ীতে কোন ব্যাক্তি যাওয়া আসা করতে পারবেনা এবং ছুরুত আলমের বাড়ী হতে ও কোন লোক বাড়ীর বাইরে যেতে পারবে না। সে বাড়ীর কেউ অন্যবাড়ীতে গেলে তার বাড়ী ও লকড্উন করা হবে।’
Leave a Reply