রওনক জাহান
মৃত্যু কাছে এলে আসুক
তার আগে পূর্ণ করি শোক!
কেঁদে নিই অনাগত মৃত্যুতে
এমনই মৃত্যু যা ভিজবে না অশ্রুতে!
তাই এখনই সময় আহাজারির
গগনবিদারী-বিসর্জন নোনা-বারির
চলো দূরত্ব মেপে মেপে কাঁদি
ঘরেই একা বসে তাহরিমা বাধি
ধরি শেষ সময়ের মোনাজাত
শোকের মাতম তোলে হাত!
Leave a Reply