নিজস্ব প্রতিবেদক : উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর পক্ষে অত্র ইউনিয়নের চেংখোলা এলাকায় নিন্ম আয়ের মানুষের কাছে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় আমিন এন্টারপ্রাইজের পরিচালক নুরুল আমিন জাহাঙ্গীর কবির চৌধুরীর পক্ষে চেংখোলায় নিন্ম আয়ের৩০ পরিবারের কাছে ইফতার সামগ্রী বিতরণ করছেন।
নুরুল আমিন বলেন, আমাদের এলাকার অসহায় ৩০ পরিবারের জন্য ইফতার সামগ্রী উপহার হিসেবে দেওয়ায় আমি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।