আড়াইটার সংবাদ (লাইভ)
১.
সুপ্রিয় দর্শকশ্রোতামন্ডলী-
আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
আপনাদের সবার প্রিয় আড়াইটার সংবাদে
স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক কাদের-
গত ২৪ ঘন্টার মৃত্যুর সংবাদ জানানোর আগে আমাদের সাথে লাইভে যোগ দিবেন অধিদপ্তরের পরিচালক এবং রাষ্ট্রনিযুক্ত মহোদয়। ওনারা আজকে আপনাদের মাঝে ইউরোপ থেকে আমদানি করা আন্তর্জাতিক মানের আশা বিতরণ করবেন। আপনাদের যাদের মোবাইলে হীরক সীম রয়েছে তারা স্কিনের নিচে দেওয়া নম্বরে নিজের বয়স উল্লেখ করে মেসেজ করলেই যথাযথ আশা পৌছে যাবে। ইতোমধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের স্থানীয় মহোদয়দের গোডাউনে আশা পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা কেউ যদি বাদ পড়েন কল করুন আমাদের কন্ট্রোল রুমের নম্বরে। নম্বরটি হচ্ছে ০০১২(টোল ফ্রি)….
২.
সুপ্রিয় দর্শকশ্রোতামন্ডলী-
আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
আপনাদের সবার প্রিয় আড়াইটার সংবাদে
স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক কাদের-
কিছুক্ষণ আগে নিশ্চিত হওয়া গিয়েছে অধিদপ্তরের পরিচালক হিসেবে এতোদিন যিনি লাইভে আসতেন উনি আসলে একজন স্বয়ংক্রিয় রোবট ছিলেন। সম্ভবত ওখানে চার্জ দেবার আর কেউ অবশিষ্ট নেই; আমরা আমরা শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি এজন্য। এদিকে অসংখ্যবার চেষ্টা করেও আমরা রাষ্ট্রনিযুক্ত মহোদয়কে যুক্ত করতে পারিনি। গত ২৪ ঘন্টার মৃত্যুর খবর নেবার জন্য মাঠ পর্যায়ের কোনো সাংবাদিক, হাসপাতাল বা দায়িত্বপ্রাপ্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেন নাই। আমরা তাই ধরে নিচ্ছি গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ০০।
১৪.
সুপ্রিয় দর্শকশ্রোতামন্ডলী-
আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
আপনাদের সবার প্রিয় আড়াইটার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক কাদের-
এই ভবনে আর কেউ না থাকায় আমি আজ মাস্ক পরিনি। সারাদেশে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং আমাদের কন্ট্রোল রুমের নম্বরে নতুন কোনো ফোনও আসে নাই। ধারণা করা হচ্ছে ঝক্কি সামলিয়ে ফোন বন্ধ করে ঘুমাচ্ছেন সবাই। ওনাদের আর কোনো ভয় নাই। গত ৩১২ ঘন্টায় এ পর্যন্ত নিশ্চিত তথ্যমতে মৃত্যের সংখ্যা ০১ জন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃতের নাম সাংবাদিক কাদের।
সুপ্রিয় দর্শকশ্রোতামন্ডলী-
আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
আপনাদের সবার প্রিয় আড়াইটার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক কাদের!
লেখকঃ কবি ও শিক্ষার্থী
Leave a Reply