সিয়ামুল হায়াত সৈকত : ‘কবিদের চেয়ে বড় ভিআইপি কোন শালা? কবিদের ভিআইপির মর্যাদা দেয়া হয়? রাষ্ট্র কি ক্রমাগত তথাকথিত ভিআইপিদের ক্রীড়নকে পরিণত হচ্ছে?’ এমন মন্তব্য করে ফেসবুকে একটি পোস্ট করেছেন কবি অসীম সাহা। অনেকেই সেখানে কবির মতের সাথে ঐক্যমত প্রকাশ করেছেন।
সেখানে বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন কর্মী জামিরুল শরীফ মন্তব্য করে বলেছেন, মানুষের সংগ্রাম ও মুক্তি ধনৈশ্বর্যে নয়, ক্ষমতা, পদ, রাজনৈতিক প্রতাপ প্রতিপত্তিতে নয়, প্রতিষ্ঠান গঠনেও নয়, এমনকি বিজ্ঞানের অভ্রভেদী গতিসিদ্ধিতেও নয়, মানুষের সভ্যতা, সংগ্রাম ও মুক্তি হৃদয়ের মধ্যে সত্য ও সুন্দরের আবাহনে। ধ্বংসোন্মুখ সময়স্রোতের বুদ্বুদ যতই দানা বাধুক, জীবন-মালিন্যের দুর্দশা ঘোচাতে, দুঃচ্ছেদ্য শিকল ছিঁড়তে পারেন একমাত্র কবিরাই।
অতএব, কবি-সাহিত্যিকেরাই সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি।
অসীমদা-তোমার সঙ্গে সমুচ্চারণে বলতে চাই—সর্বক্ষেত্রে রাষ্টীয়ভাবে কবি-সাহিত্যিকদের অগ্রাধিকার, সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করা হোক।
সেখানে আবার কলকাতার কবি অমৃত মাইতী মন্তব্য করেছেন, একশত ভাগ ঠিক। কিন্তু অনেক কবি শাসকগোষ্ঠীকে তেল মারে।
কবি অসীম সাহার এমন সাহসী উচ্চারণ হয়তো অনেকের কাছে অন্তরায় হলেও অনেকের মন শক্তি সঞ্চারিত করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
Leave a Reply