মাহবুব রোকন
মা হ বু ব রো ক ন
জল জীবনের সনে জড়িত একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানি
আমরা বেরিয়েছি আজ জলের বিন্যাস দেখব বলে
বহতা পানির ডাকনাম নদী;-তার কাছে যাই। একদম সরল সত্য
শান্ত প্রকৃতির পরিচিত পানি। অথচ কি ভয়ানক তাঁর ডাকনাম নদী।
কৌতূহলের ছলে খানিকটা কাছে গেলে
খুড়ে’খুড়ে ফুঁড়ে উঠে মাছ কন্যা সমেত নানান জাতের মিন
এ এক অদ্ভুত জগত-।
বউ পেছনে ফিরে-এতদিন কোথায় ছিলাম..
আসলে এ এর দুর্বোধ্য প্রতীতি
নদী নিজেও জানেনা তার জন্য কারা কারা এত কষ্টের বিন্যাস
সাজিয়ে রেখেছে এতসব নদীজ আসবাব।
এটা মুখ্যত নদী নাকি যন্ত্রের একুরিয়াম
এনিয়ে ইদানীং দু’জনায় বিভক্তি ফাটে
তার পর একজন রয়েছি জলে অন্যজন ঘাটে
আসলে জলের তলে গড়ে ওঠে মাছভূমি, শৈবাল নানা রঙের প্রাণ
নদী নিশ্চয় থালার জল নয়,মুষ্টিবদ্ধ পানিও নয়; চির অম্লান।
Leave a Reply