০২
গোলাপী ডলপিন
প্রিয় ডলপিন, আমার গোলাপী ডলপিন
প্রিয় শুশুকী
ডিগবাজি খাও আর সাঁতার কাটো
তোমার দীপ্র ডিগবাজির বুকে
সাগর মাতাল হোক
শুক্লাপক্ষে
সাগরে বুক চিরে চিরে যাক মানুষের লোভে
তুমি ডানার করাত দিয়ে সাগর পাহারা দাও
তোমার মুখের তুলি দিয়ে
বালিতে আঁকো তোমার বুকের ব্যথা
প্রিয় ডলপিন, গোলাপী ডলপিন ডিগবাজি খাও
কোমল দুটি চোখ মেলে কবির কষ্টে
চেয়ে থাকো পৃথিবীর পানে
০৩.
সাগরলতা
প্রিয় সাগরলতা, বালি জড়িয়ে ধরো
বহুচূর্ণ বালি
জড়িয়ে ধরো দীপ্র আবেগে
তীব্রতম বাতাসে রাত্রির জোছনা
বেগুন ফুলের রঙে নিমিলিত হবে
আমিও গোলাপী শুশুকী
প্রাগৈতিহাসিক বেদনার গল্প নিয় কাটাবো প্রহর
যে মন ভেঙেছে বার বার অতল সুন্দরে
সমুদ্রে তার বিহ্বলতা, তার আশ্রয়
মানবের সমস্ত দহন ভুলে
আমাকে আশ্রয় দাও
তোমার বুকের শিরায় শিরায়
প্রকৃতি বার বার ধোকা খেয়েছে
মানুষের মধুর প্রবঞ্চনায়
Leave a Reply