আমরা নিয়ম করে রোজ হাঁটছি মৃত্যু বরাবর
জীবনের শেষ প্রান্তেই অপেক্ষায় আছে কবর!
২.
যত্ন নিলে সবুজ হতো কঁচি কুমড়োর ফুল
ছিঁড়ে নিয়ে করলে তারে কানে পরার দুল!
৩.
পথই যে পথিকেরে একা করে রাখে সে কি আর পায় খুঁজে সঙ্গ
একলা দুপুর পায়ের নূপুর শব্দ করে লিখতে বসে উড়িয়ে বিহঙ্গ!
৪.
আমার দৃষ্টি জুড়ে অন্ধকার তোমার দৃষ্টি খুলে দেবে?
আলোহীন দু’চোখ আমার, তোমার আলোয় রাঙাবে?
৫
ভাবনার মালা গাঁথি আর ছিড়ি পরক্ষণে আবার ভাবি
ভাবনা ছাড়া জীবন বাঁকের আর কিছু কি আছে দাবি?
৬.
জীবন যার কাছে জুয়ার বাজি, থাকে তার চাওয়া আর পাওয়ার হিসাব?
যা মিলে তা পেয়ে খুশি, হারালে করে না দোষী কোন লোকে মেনে নেয় আজন্ম পাপ!
৭.
বিচারের ভার নিয়েছো আসন পেতে খুব যে তুমি সাধু
কে না জানে তলে তলে তুমিই আসল চোর যে দাদুু!
৮.
জল যদি পুড়তে চায় আগুন যদি ভিজে
স্বধর্ম ত্যাগের অপরাধে মরবে কি লাজে?
৯.
মানুষের মনের কল্পনার জাল বিছিয়ে বিশ্বের বিপুল জলে,
মহাতিমি কোন স্বপ্নমাছ; সিন্ধু সেঁচে আনতে পারে তুলে৷
১০.
আগুন জ্বলছে বর্ণমালায় আগুন জ্বলছে বইয়ে
পুড়িয়ে দাও সব ব্যর্থ-বিদ্যা মানুষ যাচ্ছে ক্ষয়ে!
[…] রওনক জাহানের অনু কবিতা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ […]