অদেখা অভিমান
মহুয়া ক’দিন আগে জানিয়েছিল রোমেলের অসুস্থতার কথা। করোনা দুর্যোগে প্রশাসনিক কাজের চাপে এ ক’দিন জগতের কোন খোঁজই রাখেনি দেবযানী । সকালে ঘুম থেকে উঠে নজরে পড়লো মহুয়ার একটি এসএমএস। দেবযানী হাসপাতালের করোনা ইউনিটে খোঁজ নিয়ে জানলো, রোমেলের লাশ তখন গোরস্তানের পথে। দেবযানী পা বাড়ালো নিজ গন্তব্যে; বত্রিশ বছর পর রোমেলের অভিমানের অবয়বটা বারবার সাজাতে চাইলো। বাসায় ফেরার সময়টা তার মনে হলো বেশ দীর্ঘ, পথে পথে নীরব আঁধারে কারা যেন আঁকছে রোমেলের সাদাকালো ছবি, অনেকদিন পর শুনতে পেলো চেনা কণ্ঠে– সাদাকালো ছবি বর্গফুটে সাজাতে গিয়ে তোমাকে হারাই। একা এ নির্জনতায় সাদাকালো রঙের আড়ালের অর্থ খুঁজতে চাইছে আজ দেবযানী?
১৯ এপ্রিল ২০২০, চট্টগ্রাম
লকডাউন
ভবনের বাইরে টানানো লাল পতাকা,
দেবযানীও জানলো, গতকাল রাতে চিলেকোঠার নিঃসঙ্গ বৃদ্ধের মরদেহ পুলিশ কোথায়ও নিয়ে গেছে।
২৪ এপ্রিল ২০২০, চট্টগ্রাম
অ্যাম্বুলেন্স
শোকাবহ করুণ শব্দে ঘুম ভাঙলো, বাইরে কোলাহল, নিরুদ্দেশ যাত্রায় দেবযানী নিজেকে গোলাপি এক অ্যাম্বুলেন্সে আবিষ্কার করলো।
২৪ এপ্রিল ২০২০ চট্টগ্রাম।
Leave a Reply