পুলক হাসান
যদি বলি, আত্মদানেই মানুষ মহীয়ান
তবে তার সার বিবরন মাহে রমজান।
শুরু হলো রমজান, শয়তান থেকে সাবধান!
ধৈর্যে-সংযমে আছে এক সুধাপান।
সহজে খুলে যায় মুক্ত এক বাতায়ন
রিপুর দংশনাহত হৃদয়ে বহে শান্তির সমীরণ।
রমজান তাই রিপুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
এ যুদ্ধে ইবলিসের জয় কেউ চায় না।
কারণ,রমজানের শিক্ষা মানুষ তুমি মানুষ হয়ে ওঠো
কাম-ক্রোধ, লোভ-হিংসা থেকে পিছু হটো।
সংযমী হও,সংযম প্রেমের পৃথিবীর মুঘল-ই আযম
শ্রেণি-দ্বন্ধ নয়,চায় মানুষে মানুষে সম্প্রীতি, মহা মিলন।
Leave a Reply