ঘরভাড়া
[মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি]
অষ্টআশির বন্যাতে ভাই মাফ পেয়েছি ঘরভাড়া
করোনাতে সেই কথাটার আরেকটাবার দেই নাড়া…
২. আল্লাহ তুমি-১
আল্লাহ তুমি শেষ করে দাও ভয়ঙ্কর এই করোনা
দুর্দিনের এই সময়টাতে একটা কিছু করো না।
৩. যায় না কেনা
দাম বেড়েছে, যায় না কেনা পেঁয়াজ, রসুন আলুও
করোনাতে সবই গ্যাছে মানুষ-সিমেন্ট বালুও।
৪. করোনা-১
জীবন নিয়ে বাঁচতে হলে ঘর থেকে কেউ নড়ো না
বিশ্বটাকে থমকে দিল অচেনা রোগ করোনা।
৫. অফ সময়
মাস্ক পরো ভাই, হ্যান্ড গ্লভস্ ও ঘরে থাকো সব সময়
নিতান্তই যেতে হলে বাইরে যেও অফ সময়।
৬. পুলিশ
পুলিশ-র্যাবের কথা শোনো দেশটা থাকুক স্বস্তিতে
ধনীরা ভাই হাতটা বাড়াও গরিব ঘরে বস্তিতে।
৭. ত্রাণ দিতে
ছবি তোলার জন্য তুমি যেও না ভাই ত্রাণ দিতে
ঘুরে ফিরে এই ছবিটা আসবে তোমার প্রাণ নিতে।
৮. রাজা-রানি কেউ
যৌনপল্লী, শুঁড়িখানা সবখানে আজ করোনার এই ঢেউ
মাফ পাবে না, জেলে-জোলা, আমলা-মন্ত্রী রাজা-রানি কেউ।
৯. পলিনড্রম-২
করোনা তোর শক্তি এতো করলি ফাঁকা মানুষ ভরা দেশটা
করোনা তুই মরণব্যাধি, ফিরিয়ে দে নিত্য সুখের রেশটা।
১০. হাত দুটি আজ বাড়ান
নাম-ঠিকানা গোপন রেখে ধনীরা ভাই হাত দুটি আজ বাড়ান
লাইনে গিয়ে ত্রাণ না নেয়া মানুষগুলোর আপনি পাশে দাঁড়ান।
১১. নড়বড়া
করোনার ভয় শুঁড়িখানায় গিয়ে দেখি করোনাতে ঘরভরা
মদের বোতল, বাইজি এবং নগ্ন-নারী এখানে সব নড়বড়া।
১২. আল্লাহ তুমি-২
ঝড়-তুফানে যাবেই ঝড়ে দেশ থেকে আজ অচেনা রোগ করো না
আল্লাহ তুমি দুর্দিনের এই সময়টাতে একটা কিছু করো না।
১৩. করোনার ওষুধ
গরম করুন আদা-রসুন লেবুর পানি, দারচিনি ও সর্ষে তেল।
ফুটবে যখন ভাপটা নেবেন, খাবেন পানি সুস্থ হবে আপনা দেল
১৪. উঠান-বাড়ি-রাস্তাতে
বনের পশু বন ছেড়ে আজ বাইরে এলো উঠান-বাড়ি রাস্তাতে
উঠিয়ে নাও আল্লাহ তুমি করোনা আজ, আমরা খুশি বাস্ তাতে।
১৫. পাশের বাড়ির সোমারে
সবার সাথে সাবধান করি আজকে আমি পাশের বাড়ির সোমারে
লকডাউনে বের হলে ভাই, ধরবে এখন আর্মি-পুলিশ তোমারে।
১৬. আল্লাহ তুমি-৩
আল্লাহ তুমি আর মেরো না এই আমাদের, ধবল-কুষ্ঠ করোনায়
চাইছে ক্ষমা মোল্লা-পুরুত, মানিক মারমা, মেগান এবং মরোনায়।
১৭. ঘরভাড়াটা মাফ করে দাও
[মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি]
নেত্রী তুমি মাফ করে দাও ঘরভাড়াটা, চাকরি এবং ত্রাণটা রাখো ঠিক
নইলে এখন আমজনতা, খেটে খাওয়া মানুষগুলোর থাকবে না আর দিক।
১৮. দেশটা বাঁচাও
করোনার সব রোগীরা ভাই ঝাপটে ধরো মহাজন ও আমলাদের
দেশটা বাঁচাও, বাঁচাও দেশের গরিব-মজুর, জেলে-জোলা কামলাদের।
২৯. ধান যাবে না ডুবে
কৃষক তোমার পাশে আছে আমজনতা-আমরা সবাই, ধান যাবে না ডুবে
করোনার এই দুঃসময়ে আমরা আছি উত্তর-দক্ষিণ, পশ্চিম থেকে পুবে।
২০. রহম করো মালিক
করোনাতে এতো মানুষ মরছে কেনো উত্তর-দক্ষিণ, পশ্চিম থেকে পুবে?
আল্লারে তোর রহিম-করিম, অদুদ-মুগনি- গফুর নামটা এই বুঝি যায় ডুবে।
Leave a Reply