আহমদ সোলতান
পৃথিবী এখন ভ্রান্তি ও বিস্মৃতির মেঘাচ্ছন্ন ঘোর
উত্তরের কুয়াশায় সকলে হিম তন্দ্রাচ্ছন্ন দোর,
নির্মোহ আবেগ ছড়ানো কিছু মরীচিকা তোপ
অন্তহীন মিথ্যে বেঁচে থাকার প্রবঞ্চনার স্তুপ।
মানবতা জর্জরিত প্রবৃত্তি ঝঞ্ঝার দাপুটে কেতন
যুদ্ধ যুদ্ধ রক্তের হোলিখেলায় নিরব অশ্রু পতন,
অবিশ্রান্ত কলুষিত মৃত্যু কিংবা ভ্রষ্ট পথে যাত্রায়
নিগ্রহ ও দুর্ভোগ অজয়, লুন্ঠিত সময়ের মাত্রায়।
অধঃপতন ও পৌত্তলিকতায় নিমজ্জিত দুনিয়ায়
কায়েমিক অন্ধকার রাজত্বকে বিনাশ করে চলি
আত্মার পঙ্কিলতা ধোয়ে মুছেঁ নিই; নির্মল হাওয়ায়,
দিগন্তবিস্তৃত করি মানবতার প্রাচীর।
নিরাশার নীরন্ধ্র অন্ধকার দূরীভূত হয়ে উন্মোচিত হোক;
আলোর পথ রুক্ষ প্রকৃতি ঘুছে যাক, জেগে উঠুক শীতল রুদ্র।
Leave a Reply