বাইরে যাওয়া ভুলে গেছি
ভুলে যাচ্ছি বাদুরতলা বড়
গেরেজ, বাসের ভেতর
জনজট
মুনশিপুকুর পাড়ের মানুষ,
মুরাদপুরের টেম্পুঅলার
ভজঘট
চকবাজারের জেলেছেলে হাঁকাহাঁকি করছে নাকি
তাজা মাছে
তেলিপট্টির মোড়ের ভিড়ে রোদে রাঙা সেই নারীটা এখনো কি দাঁড়িয়ে আছে
কাঁধের ব্যাগে চানাচুরের
পেকেটপুরে
সুভাষ দা’ কি যাচ্ছে ধীরে অন্তঃপুরে
কানখাড়া খুব সবুজআড্ডা
শুনছে নতুন কবিতা
আকাশ-উঠোন স্বপ্নভরা
ডাকছে কেবল স্মৃতির মিতা
আচ্ছা এখন জামালখানের
মোড়ে
টেলিভিশন-পর্দাজুড়ে রাস্তাকাঁপা ক্রিকেট বল কি
উড়ে
বৃষ্টি হলো বৃষ্টি হলো কালামিয়া মুনশি লেনে
ঘোলাপানি যাচ্ছে ভেসে
ড্রেনে
হলুদবরন ঠ্যাং দেখানো
শালিক
কার্নিশে কি উড়ছে এখন এদিক-ওদিক
অচলমানুষ রমজান আলির হাতে এখন কিছু দিতে
কে যাবে
কোথায় গেলে লোকটা দুটো
ভাত পাবে
কেমন জানি খারাপছোঁয়া এলো দেশের বন্দরে
সেঁধে আছি গৃহনামের
অন্দরে…
২৩/৪/২০২০
Leave a Reply