অমিত চৌধুরী
কোভিড-উনিশ করুণাময়ী কোন বা দেবী নয়
রক্তচোষা ড্রাকুলা খ্যাত নায়িকাও না
তবে কী সে বাংলাদেশের মর্গে চুপিসারে
মনুষ্য কলিজা খাওয়া খলিল…!
নাম তার ‘করোনা’! ভাগ্যিক কারিনা রাখেনি বলে রক্ষা
অর্থাৎ তার সুনাম করার কোনো বা পদ নেই
মানবতাবাদী কোনো কবির পক্ষেও
করোনা হৃদয়ে অলিন্দ্য-নিলয় গ্রাস করে
নিচ্ছে প্রতিনিয়ত এখানে-ওখানে, এ দেশে-ওদেশে,
চীন দেশের উহান শহর থেকে
ইরান-ইতালী-ফ্রান্স- স্পেন- যুক্তরাজ্য ছেড়ে
কানাডার মন্ট্রিল টরেন্ডো শেষে
আমেরিকার নিউ ইয়র্ক-ওয়াশিংটন ডিসিসহ-
পবিত্র মক্কার কাবা ঘর থেকে
গয়া-কাশি-বৃন্দাবনও রক্ষা পায়নি এখন ;
মৃতের সংখ্যা দুই লাখ পেরিয়ে তিন লক্ষের দিকেই
আক্রান্ত মানুষ এক কোটি প্রায়
অদৃশ্য ঘাতক কখন যে পেছন হতে
চাকু চালিয়ে বসে অজানা সময়…
মহা সৌরলোকে উপরের দিকে তাকাতেই দেখি শূন্য নীল
বিশাল জলধির বুকে তাকাতেই দেখি নীল
মহাসাগরের নিচে জলের গভীরে নীল
উর্ধ্বাকাশে জলীয় বাস্পও ঘন নীল
স্বপ্নময় এ নীলের বুকেও ঘাতক বিষের ছোবল
বুকে তার বন্য স্বভাবের জন্তু ;
উড়ে এসে উড়ে যায় শকুন ও চিল
বাহ ! কী চমৎকার উপমা-অনুপমা দু’জনার কী অদ্বুত মিল
অসুখী জনের সুখের জন্য চাই- তোমার করুণা
আক্রান্ত মানুষ বাঁচাতে অষুধ-ভ্যাকসিন
হারিয়ে দিতেই ঘাতক ‘করোনা’
ঘাতক করোনা অদৃশ্য জীবানু ভাইরাস
কাঁটা দিয়ে কাঁটা তুলতে গবেষণায় চাই সাফল্যের ভাইরাল
বিশ^কে বাঁচাতে হলে মানুষকে বাঁচাতে হবে
অদৃশ্য ঘাতক করোনার কবল থেকে।
১৮.০৪.২০২০, কক্সবাজার
Leave a Reply