বিনোদন ডেস্ক : জাইনা চলি, মাইনা চলি… ব্র্যাকের ব্যানারে এই গান এখন বেশ পরিচিত। করোনাভাইরাস নিয়ে এই গান টেলিভিশন খুললেই দেখা যাচ্ছে। গানের গায়ক কুদ্দুস বয়াতি এবার গানে গানেই কেটে দিলেন ধান। সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমে দেখা গেল সেই দৃশ্য।
কুদ্দুস বয়াতি বলেন, ‘আমাদের মনে সর্বত্র গান খেলা করে। এখন ধান কাটার মৌসুম। সকলকে উৎসাহ দিতে নিজেই নেমে পড়েছি মাঠে।’
করোনা সংকটে শিল্পীদের আয় নেই উল্লেখ করে বলেন, ‘আমাদের শিল্পী, বাদকদের গানবাজনা বন্ধ, আসর বসলেই তাদের সংসার চলে, তাঁদের আয়ের পথ বন্ধ, অসহায় শিল্পীদের আশে পাশে যারা আছেন শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। জেনে চলি, মেনে চলি, করোনাকে হারাই।’
Leave a Reply