রাইজিং কক্স ডেস্ক : বান্দরবানের থানচির বাজারে অগ্নিকাণ্ডে ২০৬টি দোকান ও ৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার ভোর সাড়ে ৫ টায় থানচি বাজরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া ২০৬ দোকান ৪টি বসতঘর ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ১০ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ঘটনা কিভাবে সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় পর থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল হক মৃদুল, লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার ও ১৬ ইসিবি মেজর মোহাম্মদুল কিবরিয়া সাইদ ও ওসি মো: সাইফুল উদ্দিন আনোয়ার সহ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন।
Leave a Reply