নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে সোমবার
২৭ এপ্রিল ১২২ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকী১১৬ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
এতে করোনা শনাক্ত দুইজন উখিয়া উপজেলার। উপজেলার রাজাপালং ইউনিয়নে হাজীর পাড়া এলাকার বানু বিবি (৫৫) ও তুতুরবিল এলালার শাহ আলম (২৮) করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়াও রামু ১ জন, মহেশখালী ১ জন, চকরিয়া ১ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন রোগী রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রশাসন তাদের হোম কোয়ারান্টাইন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
Leave a Reply