তারপর তীব্র মায়া
আমি ম্লান হয়ে যাব।চাপা রঙের শরীর ধরে
এই অবরুদ্ধ ঘরে-সৎ চরিতার্থ পাতার কাছে
আমার দু হাত ও পৃথিবী জমা রেখে-বলবো…
প্রকৃতির স্ট্রেচারে নড়াচড়া করো,বাহিয়া যাও-
পৃথিবীর বিষাদ গন্ধ এন্টিসেপটিকে চাপা দিয়ে
আকাশে মেলাও-নিথুয়া হাওয়া;বুনে দাও
তীব্র মায়া-হাত বাড়ালে যেন খুঁজে পায়-স্টেশন;
সম্ভবত এই জরায়ু ডায়েরীর ভাঁজ খুলে-
সকলে একদিন শেকড় গুঁজে দাঁড়াইয়া যাবে
আসমানে মুখ তুলে-নীরবতার শেষ প্রার্থনায়…
সংসার সংসার খেলা
পাখিরা উড়তে শিখলে আকাশ বড় হয়।
বৃক্ষরা ডাল মেলায় পৃথিবীর দিকে-
হাওয়ারা যৌন্মিল সংসার-সংসার খেলে
দূর হতে অদূর,লালিত চৈতপুঁজির
প্রাক্তন ফসলের মাঠ;ফুরফুরে উত্তেজনা-
দা কাটাকাটি,মেঘ-রোদ হামাগুড়ি খায়
ক্ষেতের পেরেকে-দিগন্ত,টের পায়-সব
বিউগল সুর কিংবা অঙ্কুর বীজ-
মৃত্যু-পতন ঠেলে বেরোয় পরমায়ু চাষ
ফুল প্রসাধনের হাত-হাতুড়ে পেটানো মেরামত!
Leave a Reply