নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবা সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমণরোধে সরকারের পক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। দিন রাত এক কাজ করে যাচ্ছে অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মর্জুর নির্দেশে উখিয়া থানা পুলিশ। উখিয়ায় প্রথম বারের মতো সোমবারে ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা দেন ওসি মর্জিনা। বার্তাটি রাইজিং কক্স ডটকম’র পাঠকদের জন্য বার্তাটি হুবহু তুলে ধরা হলো :
প্রিয় উখিয়াবাসী,
আসসালামু আলাইকুম।
#আপনাদের শত চেষ্টা করেও
ইঔঔসচেতন ও রক্ষা করতে পারিনি।
#আজকের দিনের মধ্য দিয়ে উখিয়াবাসীর জন্য দুঃস্বপ্নের একটি রাত শুরু হলো বোধহয়।
#আমাদের জন্য অতিকষ্টকর পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন
#আর আবারো বলছি,
ঘরে থাকুন,নিরাপদে থাকুন।
#সুস্থ থাকুন, ভালো থাকুন
আস্থা রাখুন।
টীম উখিয়ার পাশে থাকুন।
#সাতপদের তরকারি খাওয়ার জন্য রাস্তায় কিংবা বাজারে ঘোরাঘুরি বন্ধ করুন। নিজের মন ও জিহবা সংযত রাখুন।
#রমজানের পবিত্রতার মধ্য দিয়ে আত্মশুদ্ধি ও লোভ সংবরণ করে
#আসুন সবাই নিরাপদ ও করোনামুক্ত উখিয়া নিশ্চিত করি।
এখনো সময় আছে হাতে।
আমাদের ক্ষমা করবেন।
অনুরোধেঃ
অফিসার ইনচার্জ
উখিয়া থানা, কক্সবাজার।
Leave a Reply