নিজস্ব প্রতিবেদক : কোয়ারেন্টিন না মানায় এনজিও সংস্থা ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের দুই কর্মকর্তাকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী।
সোমবার বিকালে কোটবাজাস্থ ফেন্ডশীপ এনজিও অফিসের কর্মকর্তা শহীদের নেতৃত্বে উক্ত এনজিওর ৩ গাড়ী ভর্তি করে এলো এনজিও কর্মীরা। এমন খবরের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
লকডাউনের মধ্যেই প্রতিনিয়ত গোপনে কক্সবাজার ও উখিয়া আসছে এনজিও কর্মীরা। এটা নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। কেউ আসছে রাতের গাড়ীতে আবার কেউবা আসছে এনজিওর নিজস্ব গাড়ীতে অথবা এম্বুলেন্সে করে সম্প্রতি এমন অভিযোগ অনেক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর।
দন্ডপ্রাপ্তরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের কর্মকর্তা শহিদুল ইসলাম ও অপরজন তার সহকারী বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, করোনা সক্রমণ ঠেকাতে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু তারা তা না মেনে অফিস খোলা রেখে সবদিকে ঘুরে বেড়াচ্ছিল। খবর পেয়ে তাদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে জেল দেয়া হয়েছে। পাশাপাশি তাদের অফিসকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।
Leave a Reply