হাফিজ রহমান
যার যার মত করে মেতে থাকা ডাহুক চড়ুই
শঙ্খচিল কিম্বা কাক-কোকিল দিনান্তে ফেরে
কোন ভুল হয়না মানুষের মত!
ঈশ্বর জানে,মানুষই ভুল করে ঢুকে যায়
সুপেয় সাগর ছেড়ে এঁদো ডুবোজলে!
পশুরাও মেনে চলে কতিপয় নীতি
মাংসাশী ছিঁড়ে খায় দুর্বলের আদ্যপান্ত নাড়ী,
বিকল্প থাকেনা তার! বনরাজী ফুল
কিছুনা রসদ তার কতিপয় নিরীহ দুর্বল।
অনৈতিক নয় কেউ, নির্জন প্রভাতে
রৌদ্রজ্জ্বল বৃষ্টির দিনে কেউ সঙ্গমে মাতে।
তাদের যৌবন স্থির সময় আর সঙ্গীও
মানুষই ইচ্ছাকৃত ভুলে অমানুষ হয়,
আপনালয় ছেড়ে একছুটে বনে চলে যায়।
এতযে অনাচার, সকলই ঈশ্বর জানে !
২৮-০৪-২০২০
Leave a Reply