নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবা সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমণরোধে সরকারের পক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
দিন রাত এক কাজ করে যাচ্ছে অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মর্জুর নির্দেশে উখিয়া থানা পুলিশ। উখিয়ায় প্রথম বারের মতো সোমবারে ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এমতাবস্থায় উখিয়ায় উপজেলার বাহির থেকে আগতদের নিজ দায়িত্ব ১৪-২০ দিনের হোম কোয়ারান্টাইনে থাকা এবং সবসময় উখিয়াবাসীর মঙ্গল হয় এমন কাজ করার অনুরোধ জানান তিনি। এ নিয়ে ২৯ এপ্রিল রাত দেড় টার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি বার্তা দেন। বার্তাটি রাইজিং কক্স ডটকম’র পাঠকদের জন্য বার্তাটি হুবহু তুলে ধরা হলো :
প্রিয় উখিয়াবাসী,
আসসালামু আলাইকুম।
#আপনাদের সকলের অবগতির জন্য যা জানাতে চাই সেটি হলো ——-
#যিনি বা যারা কক্সবাজারের বাইরে থেকে কিংবা উখিয়া উপজেলার বাইরে থেকে অত্র এলাকায় প্রবেশ করছেন, সেই তিনি বা তাদের উচিত ——–
#নিজ দায়িত্বে ১৪-২০ দিন হোম কোয়ারেন্টাইন থাকা
#থানা/ প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করা।
#নিজে সুস্থ থেকে অন্যজনকে সুস্থ থাকবার সুযোগ দেওয়া।
#সরকারের বিধিনিষেধ মেনে চলা!
#পরিবারের বয়স্ক ব্যক্তিটির প্রতি যত্নবান হওয়া।
#নিজের সুস্থতার পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা মজবুত রাখা।
#এলাকার প্রতিবেশী কিংবা নিজ অফিস কলিগের সুস্থতা নিশ্চিত করা।
#সর্বোপরি উখিয়াবাসীর আস্থা অর্জন করা।
#নিজের আচরণে, চলাফেরায় কিংবা মন ও মননে উখিয়াবাসীর মঙ্গল কামনা করা!!
নিরাপদে ঘরে থাকুন।
নিজের ও অন্যের সুস্থতা
নিশ্চিত করুন।
আস্থা রাখুন,তথ্য দিন।
টীম উখিয়ার পাশে থাকুন।
অনুরোধেঃ
অফিসার ইনচার্জ
উখিয়া থানা, কক্সবাজার।
Leave a Reply