নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ২৯ এপ্রিল আরও ৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের ২ জন উখিয়া ও একজনের চকরিয়ায়।
গত সোমবার করোনা আক্রান্ত শনাক্ত হওয়া উখিয়া হাজির পাড়ার বানু বিবির ছেলে ও নাতি আজ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
এ তথ্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব সূত্রে জানা গেছে।
উখিয়ায় গত সোমবার প্রথমবারের মতো ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দুইজনই রামুর আইসোলেশান সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। আজ পর্যন্ত উখিয়ায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, আজ ৯৫ জনের নমুনা পরীক্ষা হয় এতে ৯২ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। এ পর্যন্ত কক্সবাজারে ২৪ জন করোনা আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে।
Leave a Reply